শপথ নিলেন নবনিযুক্ত ৯ বিচারপতি

ছবি: সংগৃহীত

ঢাকা প্রতিনিধি : আজ সোমবার সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ৯ অতিরিক্ত বিচারপতি শপথ নিয়েছেন। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী। উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

এর আগে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে ৯ জন নতুন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেয়া হয়। এর মধ্যে চারজন জেলা জজ, তিনজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও দুইজন আইনজীবী রয়েছেন।

নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন- কাজী এবাদত হোসেন, কে এম জাহিদ সরওয়ার কাজল, কাজী জিনাত হক, মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু, ড. জাকির হোসেন, সাহেদ নুর উদ্দিন, ড. আখতারুজ্জামান, এ কে এম জহিরুল হক ওমাহবুবুল ইসলাম।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় গতকাল রবিবার জারি করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.