খুমেকে করোনা পরীক্ষায় পিসিআর মেশিন, আগামী শনিবার থেকে নমুনা পরীক্ষার কাজ শুরু

খুলনা ব্যুুরো: করোনাভাইরাস নমুনা পরীক্ষার জন্য পলিমারজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন খুলনা মেডিকেল কলেজে (খুমেক) এসে পৌঁছেছে। আগামী শনিবার থেকে করোনা ভাইরাস এর নমুনা পরীক্ষার কাজ শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আজ সোমবার (৩০ মার্চ) সকালে এসে পৌঁছেছে। কলেজের তৃতীয় তলায় পিসিআর মেশিন স্থাপন করা হবে বলে জানা গেছে।  পিসিআরের মাধ্যমে করোনাভাইরাস শনাক্তসহ বিভিন্ন জটিল রোগীর নমুনা পরীক্ষা করা হবে।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, নমুনা সংগ্রহের পর আমরা পিসিআর মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা করতে পারবো। যার ফলাফল একদিনের মধ্যেই পাওয়া যাবে। বিকেলে ঢাকা থেকে এক্সপার্ট আসবেন। মেশিনটি  এরপর ইন্সটলের প্রক্রিয়ায় যাবে। এখনও মালামাল তৃতীয় তলায় উঠানোর কাজ চলছে। আমরা আশা করছি শনিবার পরীক্ষা শুরু করা সম্ভব হবে।
কিট প্রসঙ্গে তিনি বলেন, কিট এখনও আসেনি। তবে কিট নিয়ে কোন টেনশন নেই। বলামাত্রই চলে আসেবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.