অল্পতেই মুম্বাইকে আটকে রাখলো লখনৌ

বিটিসি স্পোর্টস ডেস্ক: ৯ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে হেরে প্লে-অফের দৌড় থেকে অনেকটাই ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে সমান ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে লখনৌ সুপার জায়ান্টস। এবার নিজেদের দশম ম্যাচেও ফের এলোমেলো হার্দিক পান্ডিয়ার দল। স্বাগতিক বোলারদের তোপের মুখে বড় সংগ্রহ পায়নি মুম্বাই।
মঙ্গলবার (৩০ এপ্রিল) টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৭ রানেই ৪ উইকেট হারিয়ে বসে। একে একে প্যাভিলিয়নে ফেরেন রোহিত (৪), সূর্যকুমার (১০) ও তিলক ভার্মা। আর রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক হার্দিক।
তবে ধীরগতির ব্যাটিংয়ে উইকেট থিতু হন ঈষান কিষাণ। নেহাল ভাধেরাকে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা করেন তিনি। তবে ইনিংস বড় করতে পারেনি ‍দুজনের কেউই। ৩৬ বলে ৩২ রানে কিষাণ আউট হলে ফের ধাক্কা খায় মুম্বাই।
হাফ-সেঞ্চুরি দ্বারপান্তে গিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন নেহালও। ফেরার আগে ২ ছক্কা ও ৪ চারে তার ব্যাট থেকে আসে ৪৬ রান।
এরপর উইকেট মিছিলে যোগ দেন মোহাম্মদ নবি (১) এবং জেরাত কোয়েটজে (১)। তবে ৩ চার ও ১ ছক্কায় টিম ডেভিডের ১৮ বলে ৩৫ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৪ রানের পুঁজি পায় মুম্বাই। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.