খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল

খুলনা ব্যুরো:  খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। তাকে চিকিৎসা দেয়ার নামে নানা টালবাহানা ও জনগণকে ধোঁকা দেয়ার চেষ্টা করছে সরকার। খালেদা জিয়াকে কোনো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সুযোগ দেয়া হয়নি। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটা সত্ত্বেও খালেদা জিয়া সুস্থ আছেন বলে বুলি আওড়াচ্ছে আওয়ামী লীগের নেতারা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এ কথা বলেন।
তারা আরও বলেন, এরা জুলুমবাজ সরকার, জনগনের গণতান্ত্রিক মৌলিক অধিকারসমূহ কেড়ে নেয়ার সরকার, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেয়ার সরকার, ভোটের অধিকার কেড়ে নেয়ার সরকার, জনগনের জানমাল ও নিরাপত্তা কেড়ে নেয়ার সরকার। এদেরকে রাষ্ট্রক্ষমতা থেকে বিতাড়িত করতে কষ্ট স্বীকার করে হলেও সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে এবং চূড়ান্ত গণঅভ্যূত্থান পরিস্থিতির সৃষ্টি করতে হবে।
আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে খুলনা মহানগর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মহানগরীর ডাক বাংলোর মোড় থেকে শুরু হয়ে রয়্যালের মোড়ে এসে শেষ হয়।মিছিলে কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক, চৌধুরী নাজমুল হুদা সাগর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হিল্টন, মহানগর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম বাবু, মহানগর যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নেহিবুল হাসান নেইম, স্বেচ্ছাসেবক দলের নেতা এস এম ময়েজ উদ্দিন চুন্নু, যুবদল নেতা আব্দুল আজিজ সুমন, স্বেচ্ছাসেবক দলের নেতা মুনতাসির আল মামুন, যুবদলের নেতা সাইফুল ইসলাম সান্টু, স্বেচ্ছাসেবক দলের নেতা ইউসুফ মোল্যা, মহানগর ছাত্রদল নেতা মোঃ সাইফুল ইসলাম, সত্য নন্দ দত্য, রশিউর রহমান রুবেল প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.