খালিশপুর থানা টিইউসি’র কর্মীসভা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো: বাংলাদশ ট্রেড ইউনিয়ন, টিইউসি’র খুলনা মহানগরীর খালিশপুর থানা কমিটির এক কর্মীসভা গতকাল শুক্রবার (১০ জানুয়ারী) বিকেলে  প্লাটিনাম জুট মিলস্ গেটস্থ সংগঠনর নিজস্ব কার্যালয় অনুষ্ঠিত হয়।
টিইউসি নেতা এনামুল হকের সভাপতিত্ব এবং বাংলাদশর কমিউনিস্ট পার্টি সিপিবি’র খালিশপুর থানা সাধারণ সম্পাদক মােস্তাফিজুর রহমান রাসেলর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশর কমিউনিস্ট পার্টি সিপিবি’র কেন্দ্রীয়  সদস্য কৃষক সমিতি নেতা এস এ রশীদ, সিপিবি মহানগর সভাপতি ও টিইউসি’র জেলা সভাপতি এইচ এম শাহাদৎ, সিপিবি মহানগর সাধারণ সম্পাদক এড.মোঃ বাবুল হাওলাদার, বাংলাদশ যুব ইউনিয়নর খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ  ঢালী।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ টিইউসি নেতা সিপিবি’র দেলোয়ার হােসেন, টিইউসি নেতা এস এম চন্দন, মিজানুর রহমান স্বপন, আব্দুল মােতালব, মোতালেব মােল্লা, মোঃ শাহীন, মোঃ সুমন শেখ, শরীফুল ইসলাম, মোঃ রাসেল হাসান, হাফিজুর রহমান, আমির হাসান আঞ্জু, মোঃ সােহেল শেখ, মোঃ জাহিদ হাসান প্রমুখ।
কর্মীসভায় বক্তারা বলেন, দেশের সব সরকারই শ্রমিকর স্বার্থ নয় বরং মালিকশ্রেণির স্বার্থ সংরক্ষণ করেছে। প্রণীত শ্রম আইন দ্বারা শ্রমিকর সাথে স্বার্থ সংরক্ষণের নামে প্রতারণা করছে।
দেশে নতুন নতুন শিল্প কারখানা স্থাপন এবং শ্রমিকর কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে শিল্পবন্ধ ও শ্রমিকদর নিঃস্ব করার কাজটিই সিদ্ধ হস্তে করা হয়েছে। কার স্বার্থে সরকারগুলো দেশের স্বার্থবিরােধী এ কর্মকান্ড পরিচালনা করছে তা আমাদর বােধগম্য নয়। শ্রমিকর স্বার্থের কথা বলে শুধু ভােটই নেয়া হয়।
প্রকৃত অর্থে তাদের স্বার্থের বিরুদ্ধে সচেতনভাবে অবস্থান গ্রহণ করেছে সব সরকারই। এ বিষয় শ্রমিকদেরকেই ঐক্যবদ্ধ হতে হবে এবং শ্রমিকশ্রেণির স্বার্থ সংরক্ষণকারী প্রকৃত রাজনৈতিক শক্তি এবং শ্রমিক সংগঠন শক্তিশালী করতে হবে।
অন্যথায় শ্রমিক আরও নিঃস্ব হবে। সমাবেশ বক্তারা শ্রমিকরা জাতীয় নুন্যতম মজুরী ১০ হাজার টাকা নির্ধারণ,  শ্রম আইন প্রণয়ন, বন্ধ কলকারখানা চালু ও বকেয়া পরিশাধের আহবান জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.