কূটনৈতিকভাবে বেইজিং অলিম্পিক বয়কট’র চিন্তায় বাইডেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতে বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কটের বিষয়ে চিন্তা-ভাবনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাতের সময় জো বাইডেন সাংবাদিকদের বলেছেন, বেইজিং অলিম্পিকে মার্কিন কূটনীতিক বয়কটের বিষয়টি বিবেচনা করছি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হবে বেইজিং অলিম্পিক। কূটনৈতিকভাবে কোনো বিছু বয়কটের অর্থ হলো- মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তা সেখানে যাবেন না। ফলে, বেইজিং অলিম্পিকে কোনো মার্কিন কর্মকর্তা উপস্থিতির সম্ভাবনা থাকবে না। যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনার মধ্যেই এ ধরনের কথা বললেন বাইডেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.