কুড়িগ্রামে মাস্ক না পড়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি: করোনা সংক্রমনের দ্বিতীয় ধাপে প্রতিরোধ মূলক সর্তকতায় জনসাধারনের মাস্ক পড়ার উপর বিশেষ নজরদারি শুরু করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। নো মাক্স নো এট্রি এর কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার দুপুর ১২ টায় জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে পথচারী সহ বিভিন্ন যানবাহনে জনসাধারনের মুখে মাস্ক আছে কি না তা তদারকি করা হয়।
কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রট, এনডিসি হাসিবুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক না পড়ার জন্য ১৫ জনের কাছে জরিমানা আদায় সহ পথচারীদের মাস্ক পরিয়ে দেয়া হয়। এ ছাড়া নাম্বার প্লেট বিহীন পুলিশ লোগো ব্যবহারকৃত ১টি মটরসাইকেল জব্দ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.