কুমিল্লায় অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেফতার-১

কুমিল্লা ব্যুরো: কুমিল্লায় অস্ত্র-গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ মুছা আহম্মেদ মুন্না (২৯) নামে এক অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।
গতকাল সোমবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মুছা আহম্মেদ মুন্না আদর্শ সদর উপজেলার ভুবনঘর গ্রামের আবদুল মান্নানের ছেলে।
র‌্যাব-১১ জানায়, ইয়াবার একটি বড় চালান যাচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল মহাসড়কের নন্দনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি ও ১৯ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মুন্নাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বিটিসি নিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মুন্না স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে প্রাইভেট কার চালানোর আড়ালে অস্ত্র, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পরিবহন করে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় আজ মঙ্গলবার (০১ ডিসেম্বর) সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.