কাল চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন \ পোষ্টারে ভরপুর কোট চত্বর


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আগামীকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। ভোট গ্রহণ হবে জেলা আইনজীবী সমিতি ভবনে। এ উপলক্ষে পোষ্টারে পোষ্টারে আর প্রার্থীদের অফিসে ছেয়ে গেছে কোট চত্বর।
আজ শুক্রবার বিকেলে দেখা যায়, কোট এরিয়ার ৪টি প্রবেশ দ্বার পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। তৈরী হয়েছে বিশাল গেট। প্রার্থীরা তাদের নির্বাচনী ক্যাম্প তৈরী করতে ব্যস্ত। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয় এবং পুলিশ সুপারের কার্যালয়ের সামনে হতে কালেক্টরেট পার্ক পর্যন্ত সড়কের দুই পাশে প্রার্থীরা প্রার্থীরা নির্বাচনী ক্যাম্প তৈরী করছে।
নির্বাচনী প্রচারণা গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হলেও প্রার্থীদের ছুটাছুটি লক্ষ্য করা যায়। নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সিনিয়র সহ-সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি পদে ৪ জন, সাধারন সম্পাদক পদে ৬ জন, যুগ্ম সাধারন সম্পাদক পদে ৪ জন, সহ-সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, সড়ক সম্পাদকের ৪টি পদে ১২ জন এবং ৪টি কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশন সুত্র জানায়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো, রশিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন উপলক্ষে কোট চত্বরের হোটেলগুলো খাবার তৈরীতে ব্যস্ত দেখা যায়। এক চা বিক্রেতা মুকুল জানান, নির্বাচন উপলক্ষে শনিবার প্রচুর লোকের সমাগম হবে। যার ফলে চা বিক্রি বেশী হবে। পান-সিগারেটের দোকানদার রফিক বলেন, কালকে পর্যাপ্ত পান-সিগারেট বিক্রি হবে। তাই তিনি পর্যাপ্ত মজুদ রেখেছেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, জেলা আইনজীবী সমিতি ভবনে আগামীকাল শনিবার (০৬মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। মোট ভোটার ৪ হাজার ৩৮০ জন। আগামীকাল শনিবার ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.