কানাডায় ‘ফিওনা’র আঘাতে লণ্ডভণ্ড ৩ রাজ্য

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: এবার হারিকেন ফিওনার তাণ্ডবে লণ্ডভণ্ড কানাডার পূর্বাঞ্চল। উপকূলীয় এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্তত পাঁচ লাখ মানুষ।
শনিবার স্থানীয় সময় ভোর ৪টায় আঘাত হানে হারিকেন ফিওনা। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯৯ মাইল। 
ঝড়ের তীব্রতায় পূর্বাঞ্চলের তিনটি রাজ্য মারাত্মক ক্ষতির মুখোমুখি হয়েছে। ‘নোভা স্কটিয়া’ ও ‘প্রিন্স এডওয়ার্ড দ্বীপে’ গাছ ও বিদ্যুতের খুঁটি উড়ে গেছে। ফলে বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েক হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ভেসে গেছে বেশ কিছু ঘরবাড়ি, ডুবে গেছে রাস্তাঘাট। নিউফাউন্ডল্যান্ড রাজ্যে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন।
হ্যারিকেন ফিওনাকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সবচেয়ে ভয়াবহ ঝড় হিসেবে আখ্যা দিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে সামরিক বাহিনীকে মাঠে থাকতে বলেন তিনি। গেল এক সপ্তাহ ধরেই ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালিয়ে যাচ্ছিল হ্যারিকেনটি। (সূত্র: রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.