কসবায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বই মেলা গুনিজন সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

কসবা (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাক্ষণবাড়িয়া জেলা কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা ইউনিয়ন ছাত্র যুব সংগঠন ও প্রতিভা সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দুই দিনব্যাপী আন্তজার্তিক মাতৃভাষা দিবসে একুশে বই মেলার আয়োজন করেন। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকালে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কসবার খাড়েরা ইউনিয়ন ছাত্র যুব সংগঠন ও প্রতিভা সাহিত্য সাংস্কৃতিক সংগঠন গুনিজন সম্মাননা,দুইদিন ব্যাপী বই মেলা, বইয়ের  মোড়ক উম্মোচন, পুরস্কার বিতরণ খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আলহাজ্ব মোঃ ওবায়েদ উল্লাহ বিপিএম (সেবা) এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন ব্রাক্ষণবাড়িয়া সরকারী কলেজের সহযোহী অধ্যাপক মোহাম্মদ হামজা মাহমুদ।
অনুষ্ঠাটি উদ্বোধন করেন খাড়েরা মোহাম্মীয়া উচ্চ বিদ্যালযের  বিদ্যুসাহী মোঃ জহিরুল ইসলাম ভূইয়া নিপন।
বিশেষ অতিথি ছিলেন বরিয়া বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  সভাপতি মোঃ ফজলুল হক টিপু, এম এ তাহের প্রি- ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের দাতাসদস্য তাজুল ইসলাম পিয়ারা,বাংলাদেশ আওয়ামীলীগের  খাড়েরা ইউপির সাধারণ সম্পাদক মীর হেলাল উদ্দিন,খাড়েরা সরকারী প্রথমিক  বিদ্যালয়ের  প্রধান শিক্ষিকা মাসুমা গুলশান   অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদিন।
পরে ছয় জন গুনিজনের হাতে সম্মাননা তোলে দেন অতিথিরা।গুনিজন সম্মাননা প্রাপ্তরা হলেন শিক্ষা প্রসারে  মরণোত্তর  মরহুম ওয়ালী মাস্টার, নৈতিক শিক্ষা  প্রসারে  মরণোত্তর মাও. মরহুম মুফতি ফজলুল হক, মুক্তিযুদ্ধে বিশেষ  অবদানের  বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, শহীদ মুক্তিযোদ্ধা মীর মীজানুর ইসলাম,  গর্বিতজননী মোসাম্মৎ জাহানারা বেগম, কৃষিতে বিশেষ অবদানে আনোয়ার হোসেন। বিশিষ্ট কবি সাংবাদিক ও লেখক লোকমান হোসেন পলার লেখা ছয়তম বই পৃথীবির পথে  বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।
দুইদিনের বই মেলায় দশটি স্টল বসে। দশটি স্টলের মধ্যে নয়টি ভিবিন্ন বইয়ের দোকান এবং অন্যটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডেমের) অনুমোদিত শাখার বিজনা ডায়াবেটিক সমিতির স্টলে প্রায় দুইশত রুগীকে ফ্রি ডায়বেটিক পরীক্ষা ও ফ্রি ডাক্তার দেখানো হয়।
অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন বিশিষ্ঠ ব্যাবসায়ি  আবু হামজা। সার্বিক সহযোগিতায় ছিলেন খাড়েরা ইউনিয়ন  ছাত্র যুব সংগঠনের সভাপতি মুন্না ও সাধারণ সম্পাদক মনির হোসেন,সদস্য  শিপন মিয়া,  মো,জীবন, লিয়াকত আলী, সোবর খান।
এছাড়া অনুষ্ঠানে খাড়েরা ইউনিয়ন  ছাত্র যুব সংঘঠন ও প্রতিভা সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মিড়িয়া পার্টনার ছিল বিটিসি নিউজ ডটকম বিডি, বিজয় টিবি, পূর্বাপর, সকালের সূর্য়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.