শেখ হাসিনা গ্রামীন কৃষকদের সাবলম্বী করতে নিরলস ভাবে কাজ করছেন : রাজু খান


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু বলেছেন, দেশে কৃষকদের ভাগ্য পরিবর্তন ও দারিদ্র বিমোচনের লক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পল্লী উন্নয়ন বোর্ড গঠন করে সহজশর্তে ঋনদান কর্মসুচী চালু করেন।

সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা গ্রামীন কৃষকদের সাবলম্বী করতে নিরলস ভাবে কাজ করছেন। তারই নেতৃত্বে দেশ উন্নয়নে আজ মহাসড়কে উঠেছে। তিনি সকল কৃষকদের ঐক্যবদ্ধ ভাবে ঋন ব্যবহার করে ভাগ্যের পরিবর্তন ঘটানোর আহবান জানান।

তিনি আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় আদমদীঘি উপজেলা সভাকক্ষে পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির উদোগে কৃষক সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋন বিতরণ উপলক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা নির্বাহি অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান, বিআরডিবি‘র চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান এসএম বেলাল হোসেন, পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম, সমাজসেবা অফিসার শরীফ উদ্দিনসহ নেতৃবর্গ। উপজেলার ৩টি কৃষক সমবায় সমিতির ৫৭জন সদস্যের মাঝে ১৩ লাখ ৫৭ হাজার টাকা কৃষি ঋন বিতরণ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.