”করোনা ভাইরাস” আকৃতির হেলমেট পরে রাস্তায় চেন্নাই পুলিশ!

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কোভিড-১৯ নিয়ে সচেতন করতে মাথায় করোনা ভাইরাস আকৃতির হেলমেটপরে রাস্তায় নেমে পড়েছে ভারতের চেন্নাইয়ের পুলিশ। পুলিশ সদস্য গৌতম নামের একজন এই করোনা হেলমেট তৈরী করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে করোনা হেলমেট পরিহিত পুলিশ কর্মকর্তা রাজেশ ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজকে বলেন, আমরা লকডাউনে সকল পদক্ষেপ করছি তবুও মানুষ রাস্তায় বেরোচ্ছেন।
কিন্তু এই হেলমেট পড়লেই করোনাভাইরাস নিয়ে পথযাত্রীদের মনে কৌতুহল তৈরী হয়। বিশেষ করে, শিশুরা ভয় পায় এবং বাড়ির বাইরে আসতে চায় না।

ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮৭ জন। মারা গেছেন ২৫ জন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.