কপাল পুড়ছে নেইমার’র, সমালোচনায় পিএসজি

বিটিসি স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগ খেলার সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ইস্তাম্বুল বাসাকসাহিরের বিপক্ষে পুরো ম্যাচও খেলতে পারেননি।

সেই চোটের কারণে এবার কপাল পুড়ছে নেইমারের। খেলা হচ্ছে না বিশ্বকাপ বাছাইপর্বে পরের দুটি ম্যাচে। সব মিলিয়ে মাঠের বাইরে থাকতে হবে চার সপ্তাহ। তবে খেলতে না পারলেও তাকে দলের সঙ্গে রাখতে চায় ব্রাজিল।

চোট পাওয়া নেইমার খানিকটা সুস্থ হলেই মাঠে নামানোর পরিকল্পনা আছে ব্রাজিলের। তবে এমন ভাবনার সমালোচনা করেছে তার ক্লাব পিএসজি।

আগামী ১৪ নভেম্বর ভেনিজুয়েলা আর ১৭ নভেম্বর উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। এই দুই ম্যাচে তার খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। পিএসজি কোচ টমাস টাচেল জানান, ‘এই দুটি ম্যাচের জন্য ফিট নন নেইমার। নেইমারের চোটের জন্য আমরা হতাশ।’

তবে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নেইমার যেহেতু চোটে পড়েছেন, এমন পরিস্থিতিতে দেশের হয়ে খেলা তার ঠিক হবে না।

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে জয়ের নায়ক ছিলেন নেইমার। পেরুর বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি। অন্য ম্যাচে গোল না পেলেও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নেইমারের চোটের বার্তা ইতিমধ্যে পৌঁছে গেছে ব্রাজিলের কোচ তিতের কাছে।

তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল প্রত্যাশা করছে শিগগিরই মাঠে ফিরবেন নেইমার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.