ওহি এসে মোটরসাইকেল প্রতিকে ভোট দিয়ে যাবে, তারা এসব কথা বলে বেড়ান – আমিনুল ইসলাম

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ওহি এসে মোটরসাইকেল প্রতিকে ভোট দিয়ে যাবে, তারা এসব কথা বলে বেড়ান। উপজেলা পরিষদের চেয়ার একটি গুরুত্বপূর্ণ চেয়ার, এখান থেকেই উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়। তাই একজন স্বশিক্ষিত লোক দিয়ে কোন কিছু সম্ভব নয়। তাই আপনারা সকলে বেলকুচি উপজেলার উন্নয়ন ও পরিবর্তন জন্য আগামী ০৮ তারিখে দোয়াত কলম মার্কায় ভোট দেবেন।
শনিবার (০৪ মে) সন্ধ্যায় বেলকুচি পৌর এলাকার গাড়ামাসী মিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম তার নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
ওয়ার্ড আওয়ামী লীগ ও গাড়ামাসী গ্রামবাসীর আয়োজন নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান রতন, ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আহমেদ শিপন, আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান মন্ডল, আব্দুল খালেকসহ গাড়ামাসী মিয়া পাড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.