ওমানে ঈদুল আজহায় লকডাউন

(ওমানে ঈদুল আজহায় লকডাউন–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে নতুন করে লকডাউনের ঘোষণা দিয়েছে ওমান। আগামী ১৬ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশব্যাপী লকডাউন কার্যকর থাকবে। ফলে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহাও এর আওতায় থাকছে।
টাইমস অব ওমানের প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউন চলাকালীন বিকেল ৫টা থেকে ভোর ৪টা পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম, মানুষ এবং যান চলাচল বন্ধ থাকবে। গত মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহার নামাজ, কোরবানির পশুর হাট এবং সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে। পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান, ঈদের শুভেচ্ছা বিনিময় এবং সম্মিলিত উৎসবও এর আওতাভুক্ত থাকবে।
তবে মুসান্দাম গভর্নোরেটে বাণিজ্যিক কার্যক্রম, মানুষের চলাচল এবং গাড়ি চলাচল নিষেধাজ্ঞার বাহিরে থাকবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.