উত্তর কোরিয়াকে করোনা টিকা দিতে চায় রাশিয়া

(উত্তর কোরিয়াকে করোনা টিকা দিতে চায় রাশিয়া–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়াকে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। জানা গেছে, কঠোর লকডাউনের কারণে চরম দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাচ্ছে দেশটি। এর আগে, বিভিন্ন দেশের সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। আজ বৃহস্পতিবার (০৮ জুলাই) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, সীমান্ত সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। ফলে চীনের সঙ্গে বাণিজ্য বন্ধ হয়ে গেছে। খাদ্য, সার ও জ্বালানির জন্য চীনের ওপর নির্ভর করে কিম জং উনের দেশ।
জাতিসংঘ ফুড ও এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) জানিয়েছে, পরের মাসের প্রথম দিকে দেশটিতে উল্লেখযোগ্য পরিমাণ খাদ্য সংকট দেখা দিতে পারে।
গত মাসেই কঠিন পরিস্থিতির জন্য দেশের জনগণকে প্রস্তুত হতে আহ্বান জানিয়েছিলেন কিম। তিনি পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে অভিহিত করেন। আন্তর্জাতিক বাণিজ্য নিষেধাজ্ঞাগুলো খাদ্য সরবরাহে আরও চাপ সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.