ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় প্রটোকল ব্যবহার করবেন না ইমরান

(ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় প্রটোকল ব্যবহার করবেন না ইমরান–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, এখন থেকে ব্যক্তিগত কাজে তিনি রাষ্ট্রীয় প্রটোকল ও নিরাপত্তা ব্যবহার করবেন না। কারণ এতে জনগণের সমস্যা হয় এবং দেশের কোষাগারের ওপর চাপ বাড়ে। গত মঙ্গলবার (০৬ জুলাই) টুইট করে এ কথা জানান তিনি।
টুইটে ইমরান খান আরো জানিয়েছেন, মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং গভর্নরদের প্রটোকল ও নিরাপত্তা নিয়েও পর্যালোচনা করছেন তিনি। সরকারের খরচ কমানোর উদ্যোগ চেষ্টাতেই এমনটা করা হচ্ছে। সামনের সপ্তাহে এ ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত জানাবে ইমরানের মন্ত্রীসভা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.