এ্যাড. মিলনকে হাসপাতালে দেখতে গেলেন রাসিক মেয়র লিটন, উন্নত চিকিৎসায় ঢাকায় প্রেরণ


প্রেস বিজ্ঞপ্তি: এ্যাডভোকেট রশিদুর রহমান মিলন গুরুতর অসুস্থ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার দুপুর ২টায় রামেক হাসপাতালের ৩২নং ওয়ার্ডে তাকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এ সময় শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন সিটি মেয়র। এ্যাডভোকেট রশিদুর রহমান মিলনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসা জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ প্রদান করেন চিকিৎসকরা।
চিকিৎসকের পরামর্শক্রমে উন্নত চিকিৎসার জন্য বিকেলে এয়ার এ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা নিয়ে যাওয়ার সার্বিক ব্যবস্থা করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। তাঁর সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন মেয়র মহোদয়।
রামেক হাসপাতালে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. খলিলুর রহমান, কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রইস উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান শেখ, ডা. মোঃ মমিনুল ইসলাম, রামেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. মোঃ ইমরান হোসেন প্রমুখ।
সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.