এলাকায় শোকের মাতম বইছে: বাগমারার শাহীন মোটরসাইকেলে ঢাকা ফেরার পথে প্রাণ গেল


বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: শাহীন আলম (২৮) ঢাকায় নিপ্রো ফার্মাসিটিক্যাল কোম্পানীতে চাকুরী করেন। ঈদুল ফিতরের ছুটিতে গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার পাইকপাড়ায় পিতা-মাতার সাথে ঈদ করতে আসেনন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলোনা সড়কে প্রাণ গেল তার।
শাহীন আলম উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কলিম উদ্দিনের একমাত্র ছেলে। ছেলে শাহীনকে হারিয়ে মা-বাবা বার বার মুর্চ্ছা যাচ্ছেন। শাহীনের অকাল মৃত্যুতে এলাকায় বইছে শোকের মাতাম।
জানা গেছে, বছর দুয়েক আগে রাজশাহী কলেজ থেকে শাহীন সমাজকর্মে অনার্স-মাস্টার্স শেষ করে ঔষুধ কোম্পানীতে চাকুরী নেয়। চাকরীর পর থেকে ঢাকার মোহাম্মদপুর এলাকায় থাকতেন তিনি।
শনিবার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তার এক সঙ্গীকে নিয়ে ঢাকা যাবার পথে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় পিছন থেকে দ্রুতগামী একটি বাস মোটরবাইকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে শাহীন। এবং বাসটি তার পায়ের উপর দিয়ে চলে যায়। এসময় তার সঙ্গী বেচেঁ গেলেও শাহীনের মাথায় প্রচন্ড আঘাতে থেতরে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মোঃ আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.