এরদোগান-সালমান ফোনালাপ

(এরদোগান-সালমান ফোনালাপ)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। মূলত সৌদিতে শুরু হতে যাওয়া জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে তাদের মধ্য এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার (২০ নভেম্বর) তাদের মধ্যে এই ফোনালাপ হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
এ ব্যাপারে সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জি-২০টির কাঠামোর মধ্যে সমন্বিত প্রচেষ্টা গ্রহণের বিষয়ে এরদোগানের সঙ্গে ফোনে কথা বলেছেন বাদশাহ সালমান।
উল্লেক্য, ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় দু’দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এছাড়া গত এক বছর ধরে তুর্কি পণ্য আমদানীতে সৌদি আরবে অঘোষিত বয়কট চলছে।  #

Comments are closed, but trackbacks and pingbacks are open.