একনজরে ”পেলের” খেলোয়াড় জীবনের সংক্ষিপ্ত তথ্য।

 

বিটিসি নিউজ ডেস্কপেলে ব্রাজিলের বিখ্যাত ফুটবল খেলোয়াড়। তাঁর পূর্ণ নাম এদসোঁ আরাঁচ দু নাসিমেঁতু (Edson Arantes do Nascimento)। ব্রাজিলের হয়ে তিনি ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন।

তিনি ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার।

 

ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এদসোঁ আরাঁচ দু নাসিমেঁতু
জন্ম ২১ অক্টোবর ১৯৪০ (বয়স ৭৭)
জন্ম স্থান ত্রেস কোরাকোয়েস, ব্রাজিল
উচ্চতা ১.৭৩ মি (৫ ফু ৮ ইঞ্চি)
মাঠে অবস্থান ফরোয়ার্ড[১][২][৩][৪]
অ্যাটাকিং মিডফিল্ডার[৫][৬][৭][৮][৯]
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৫৩–১৯৫৬ বাউরু
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
১৯৫৬–১৯৭৪ সান্তোস ৬৩৮ (৬১৯)
১৯৭৫–১৯৭৭ নিউইয়র্ক কসমস[১০] ৫৬ (৩১)
মোট ৬৯৪ (৬৫০)
জাতীয় দল
১৯৫৭–১৯৭১ ব্রাজিল ৯২ (৭৭)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.