উত্তর চীনে প্রবল তুষারপাত, মঙ্গোলিয়ায় মৃত-৮

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: প্রবল তুষারপাতে বিপর্যস্ত চীনের হেলিয়ংজিয়াং প্রদেশ। পাশাপাশি মঙ্গোলিয়ায় তুষারপাতের ফলে মৃত আটজন পশুপালক।
হেলিয়ংজিয়াংয়ের রাজধানী হারবিনে প্রাথমিক স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। বহু ট্রেন ও প্লেন শিডিউল বাতিল করা হয়েছে। প্রায় সব প্রধান সড়ক বন্ধ। এই প্রদেশের বিশাল এলাকা বরফের তলায় চলে গেছে।
প্রশাসনের পক্ষ থেকে মানুষকে বলা হয়েছে, তারা যেন জরুরি কারণ ছাড়া বাইরে না আসেন বা অন্য জায়গায় যাওয়ার চেষ্টা না করেন।
হারবিন বিপর্যস্ত
হারবিনে প্রায় অর্ধকোটি মানুষ বসবাস করেন। টিভি ফুটেজে দেখা গেছে, সেই শহরে ট্রাক ও গাড়ির বিশাল সংযোগ রয়েছে।
বহু বিমান ও কয়েকশ ট্রেন বাতিল করা হয়েছে। সংবাদপত্র চায়না ডেইলির খবরে বলা হয়েছে, ২৪ হাজার মানুষ রাস্তা থেকে বরফ পরিষ্কারের কাজ করছেন।
জিয়ামুসি শহরে একটি জিমের একটা অংশ ভেঙে পড়ে। সেখানে তিনজন আটকে পড়েছেন। তবে অতিরিক্ত বরফ পড়ার জন্য নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট হয়নি।
মঙ্গোলিয়ায় মৃত ৮
মঙ্গোলিয়াতেও প্রবল বরফ পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ছয়জন নারী, একজন পুরুষ ও একটি ১২ বছর বয়সী শিশুর মৃত্যু হয়। তারা তাদের পশুর সন্ধানে বাইরে গেছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.