উত্তরাখন্ডে আকস্মিক বন্যায় নিখোঁজ অন্তত ১২

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখন্ড প্রদেশে আকস্মিক বন্যায় ১২ জন নিখোঁজ রয়েছে। কেদারনাথ যাওয়ার পথে গৌরীকুন্ড নামক জায়গায় বানের জলে তিনটি দোকান ভেসে যাওয়ার পর থেকে ওই ব্যক্তিরা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
বৃহস্পতিবার রাতে প্রবল বর্ষণে আকস্মিক এই বন্যার সূত্রপাত হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) কর্মীরা ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করেছে। তবে নিখোঁজদের কাউকে এখনো খুঁজে পাওয়া যায়নি বলে সার্কেল অফিসার বিমল রাওয়াত ঘটনাস্থল থেকে পিটিআইকে জানিয়েছেন।
ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢল থেকে মাঝে মাঝে পাথর পড়ার কারণে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তিনি বলেন, নেপাল থেকে আসা কয়েকজনসহ নিখোঁজদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
নিখোঁজরা হলেন, বিনোদ (২৬), মুলায়ম (২৫), আশু (২৩), প্রিয়াংশু চামোলা (১৮), রণবীর সিং (২৮), অমর বোহরা, তার স্ত্রী অনিতা বোহরা, তাদের মেয়েরা, রাধিকা বোহরা ও পিংকি বোহরা এবং পুত্র পৃথ্বী বোহরা (৭), জাতিল (৬) এবং ভাকিল (৩)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.