উজিরপুরে সেনা ও পুলিশের যৌথ অভিযান

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে করোনা ভাইরাস উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা ও পুলিশের যৌথ অভিযানে ১০ হাজার টাকা জরিমানা। এ সময় পুরো উপজেলায় সচেতনতা মূলক মাইকিং, লিফলেট ও মাষ্ক বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার সাতলা, হারতা, জল্লা, কারফা, ধামুরা, শোলক, ওটরা, মশাং সহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্টেশন ও হাটবাজারে অভিযান পরিচালিত হয়।

এ সময় মশাং বাজারে এক দোকানীকে প্রয়োজন ছাড়া অতিরিক্ত লোকজন বসিয়ে রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের নেতৃত্ব প্রদান করেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী। তিনি জানান করোনা ভাইরাস মোকাবেলায় মানুষের প্রথম শর্ত হচ্ছে প্রয়োজন ছাড়া ঘরের বাহির না হওয়া।

সকল শ্রেণিপেশার মানুষকে সরকারের নির্দেশনা অনুযায়ী ঘরমুখো থাকতে অনুরোধ জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.