উজিরপুরে সন্ধ্যা নদীর ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম-এমপি

উজিরপুর প্রতিনিধি:  বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীর ভাঙ্গন রোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।

আজ (২৬ অক্টোবর) শনিবার সকাল ৮টায় উপজেলার সন্ধ্যা নদীর চথলবাড়ি এলাকায় এ প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, খুলনা বিভাগের ড্রেজিং কার্যক্রমের অফিস তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম. গোলাম সরোয়ার, উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, বড়াকোঠা ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম, ইউপি সদস্য হারুন অর রশিদ প্রমূখ।

প্রকৌশলী এম. গোলাম সরোয়ার জানান, এই প্রকল্পে ৩০ লক্ষ ঘনমিটার মাটি কেটে ২০০ মিটার প্রস্থ, ৯ ফুট গভীরতা বৃদ্ধি করে একটি নতুন চ্যানেল করে দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে সন্ধ্যা নদীর চথলবাড়িসহ অনেক অংশের ভাঙ্গন রোধ করা সম্ভব হবে।

উদ্বোধনকালে আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নদীর ভাঙ্গন রোধকল্পে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন এবং ভাঙ্গন কবলিত অসহায় মানুষদের আশ্রয়নের ব্যবস্থা করছেন। তিনি আরো বলেন, আমি উজিরপুর বাসীর কাছে ওয়াদাবদ্ধ। তাই ভাঙ্গনরোধকল্পে এই ড্রেজিং কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.