রাজশাহী জেলা ও মহানগর জাসদের ত্রি-বার্ষিক কাউন্সিল

নিজস্ব প্রতিনিধি:  রাজশাহী মহানগর ও জেলা সমাজতান্ত্রিক দল জাসদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে আব্দুল্লাহ্ আল মাসুদ শিবলীকে সভাপতি এবং আমিরুল কবীর বাবুকে সাধারণ সম্পাদক করে মহানগর এবং প্রদীপ মৃধাকে সভাপতি এবং সফিউর রহমান সফিকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি গঠন করা হয়।

আজ শনিবার বেলা ১১ টায় রাজশাহীর একটি হোটেলে এ কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য নাদের চৌধুরী বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি এ্যাডভোকেট মজিবুল হক বকু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক নেতা মেহের আলী, কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ হিল কায়য়ুম, জুলফিকার মান্নান, জামি, মনিরুজ্জামান মনির, স্থানীয় নেতা প্রদিপ মৃধা, আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, শফিউর রহমান, শ্রমিক নেতা পারুল মজুমদার প্রমুখ।

সংবাদ প্রেরক মো. সাইদুর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.