উজিরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্ন

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্ন হয়েছে। আজ রবিবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় ইচলাদি টোলপ্লাজার সামনে সড়ক দুর্ঘটনায় হয়। উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন।
পুলিশ সূত্রে জানা যায় গৌরনদী মডেল থানায় কর্মরত কনস্টেবল মোঃ রমজান সকালে রেশন আনার জন‍্য নিজ মটরসাইকেল যোগে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে উজিরপুর উপজেলার ইচলাদি এম.এ মেজর জলিল সেতুর উপরে পৌছামাত্র ঘাতক সুগন্ধা পরিবহন মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় রক্তাক্ত যখম হয়। এছাড়াও মোটরসাইকেলটি ধুমরে মুচড়ে যায়।
স্থানীয় লোকজন মূমূর্ষ অবস্থায় আহত পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান বিটিসি নিউজকে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতকে স্হানীয়রা উদ্ধার করে বরিশাল হাসপাতালে নিয়ে যায়। তবে সুগন্ধা পরিবহনটিকে আটক করে গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.