থাইল্যান্ডে পরমাণু চুল্লি নির্মাণ করবে যুক্তরাষ্ট্র

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সহযোগিতার অংশ হিসেবে থাইল্যান্ডে ছোট আকারের পরমাণু চুল্লি নির্মাণ করে দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ব্যাংকক সফরকালে শনিবার এ ঘোষণা দিয়েছেন। 
থাইল্যান্ডের কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নেই। তবে ১৯৬২ সাল থেকে দেশটিতে একটি ছোট পারমানবিক গবেষণাকেন্দ্র রয়েছে।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতাবিষয়ক জোটের (এপেক) সম্মেলনের অবকাশে কমলা হ্যারিস এ কথা বলেছেন।
তিনি আরও বলেন, যেসব দেশ নিজেকে ‘কার্বন নিউট্রাল’ করতে চায়, তাদের সহযোগিতার অংশ হিসেবে ছোট আকারের পরমাণু চুল্লি নির্মাণ করা হবে।
জলবায়ু ঝুঁকির মধ্যে রয়েছে থাইল্যান্ড, ২০২৫ থাইল্যান্ডকে ‘কার্বন নিউট্রাল’ দেশে পরিণত করতে ওয়াশিংটন সহযোগিতা করবে বলে তিনি জানান।
পৃথিবীর জলবায়ু পরিবর্তনে যে গ্যাসের ভূমিকা সবচেয়ে বেশি, তা হচ্ছে কার্বন-ডাই অক্সাইড। এই গ্যাস নিঃসরণে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। (সূত্র: ব্যাংকক টাইমস)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.