উজিরপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরার সৌজন্যে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা করেছে মুজিব আদর্শের ছাত্রলীগ কর্মীবৃন্দ।

গতকাল সোমবার (০৪ জানুয়ারী) বিকেলে উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড ঈদগাহ মাঠে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলামের সভাপতিত্বে ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোল্লা ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বাবু গৌরাঙ্গ লাল কর্মকার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রহমান সোহেল কবিরাজ, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনি শংকর মল্লিক, সাংগঠনিক সম্পাদক এফ.এম সৈকত, শোলক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন আকন।

এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান, উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক রফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জসিম জমাদ্দার, ছাত্রলীগ নেতা শিশির, হাসান, নয়ন, সাইমুন সাইদ, নাঈম, নাসির উদ্দিন নাহিদ, ওয়াজেদ, সজিব, রিয়াজ, রুবেল, ফয়নাল, কাওসার, শৈশব, সৌরভ প্রমূখ। প্রধান বক্তা সোহেল কবিরাজ বলেন, মহিলা সংরক্ষিত আসনের এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরার নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দ অসহায় ছিন্নমূল মানুষের কাছে সেবা পৌছে দিচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে গৌরাঙ্গ লাল কর্মকার বলেন, এমপি রুবিনা আক্তার মীরা এক সময়ে ছাত্রলীগের নেতা ছিলেন। তাই তার এই সুন্দর আয়োজন ছাত্রলীগের সমাজ গঠনে অতিতেও গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছে, আজও করছে।

সভাপতির বক্তব্যে মাইনুল ইসলাম বলেন, ছাত্রলীগের এই যুব শক্তিকে কাজে লাগাতে পারলেই দেশ ও সমাজের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এ সময় ৩ শতাধিক শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.