উজিরপুরে কিশোরীদের নিয়ে পুষ্টি সমন্বয় কমিটির স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধিঃ  বরিশালের উজিরপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের কিশোরীদের পুষ্টি সেবা, স্বাস্থ্য সেবা ও আয়রন ট্যাবলেট প্রদান উপলক্ষে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুলাই আজ বৃহষ্পতিবার বেলা ১১ টায় আলহাজ্ব বি.এন.খান ডিগ্রি কলেজ সভাকক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক রায় চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মাকসুদুর রহমান, ব্যাপক আলোকপাত করেন এম.এস.এন এর টেকনিক্যাল অফিসার আলাউদ্দিন হোসেন, প্রভাষক ফিরোজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি ও পুষ্টি সমন্বয় কমিটির সদস্য আঃ রহিম সরদার, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর নুরে আলম বখতিয়ার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ভুদেব চন্দ্র প্রমূখ। এসময় কয়েক শত কিশোরী শিক্ষার্থী স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত হয়ে বিভিন্ন কুইজ প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন।

এছাড়াও কিশোরীদের বয়স সন্ধিক্ষণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরিশেষে তাদের মাঝে আয়রন ট্যাবলেট বিতরণ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.