উজিরপুরে আলোচিত হত্যাকান্ডে নিহত হুমায়ুনের লাশ দাফন হত্যাকান্ডকে ভিন্নখাতে প্রবাহিতের চেষ্টা

 

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে আলোচিত হত্যা শিকারপুর বাজার কমিটির সভাপতি হেমায়েত মুন্সির ছোটভাই নিহত হুমায়ুন কবিরের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় শেরে বাংলা ডিগ্রি কলেজ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত হন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, উপজেলা আ’লীগের সভাপতি এস.এম জামাল হোসেন, শিকারপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, বামরাইল ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেনসহ হাজার হাজার স্থানীয় জনসাধারণ।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আলোচিত হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য মাঠে নেমেছে মডেল থানা পুলিশ। পুলিশের ধারণা পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ অন্যস্থানে নিয়ে ফেলা হয়েছিল। অচিরেই রহস্য উদঘাটিত হবে। নিহতের ভাই হেমায়েত মুন্সি জানান, একটি গ্রুপ হত্যার মূল রহস্যকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য উঠে পড়ে লেগেছে।

আমার ভাইয়ের হত্যাকারীদের খুঁজে বের করতে পুলিশের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য, নিহত হুমায়ুন কবিরকে বুধবার বেলা ১টায় সন্ধ্যা নদীর পূর্ব জয়শ্রী গ্রামের পেশকার বাড়ির সামনে থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে থানা পুলিশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। বৃহস্পতিবার বেলা ৩টায় তার মরদেহ বরিশাল থেকে শিকারপুরে আনা হয়। তাকে দেখতে হাজার হাজার পুরুষ মহিলা ঐ বাড়িতে ভিড় জমায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.