পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অণুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অণুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক শফিউদ্দিনকে (৫০) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৭ মে) দুপুরে পাটগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
শফিউদ্দিন ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ওসুল পুকুরী গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাতে পাটগ্রাম সীমান্তের কালিরহাটের টেপুরগাড়ী ৮৭১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলারের কাছ দিয়ে প্রায় ৫০ গজ অভ্যন্তরে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালিরহাটের টেপুরগাড়ী উত্তরপাড়া গ্রামে প্রবেশ করে ভারতীয় নাগরিক শফিউদ্দিন। এ সময় ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) কালিরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে আটক করে।
পাটগ্রাম থানার ওসি আবু সাঈদ চৌধুরী বিটিসি নিউজকে বলেন, অণুপ্রবেশের দায়ে শফিউদ্দিন নামের এক ভারতীয় নাগরিককে বিজিবি আটক করে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক ভারতীয় নাগরিককে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.