ভালুকায় ২৫ লক্ষ টাকা মূল্যের ২০ টন ভারতীয় চিনি জব্দ, আটক-২

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় শুল্ক ফাঁকি দিয়ে পাচারের সময় ২৫ লক্ষ টাকা মূল্যের ২০ টন (৪০০ বস্তা) ভারতীয় চিনি জব্দ করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৭মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ভালুকা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায় মঙ্গলবার (৭ মে) ভোরে ভালুকা পৌরসভার ৮ নং ওয়ার্ডে অবস্থিত এ আর ফিলিং স্টেশনের পূর্ব পাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এস আই হাসান উদ দৌলার নেতৃত্বে অভিযান চালিয়ে  ৪শ বস্তা ভারতীয় চিনি সহ একটি কাভার্ডভ্যান জব্দ করেন।  এসময় কাভার্ডভ্যানের চালক ও সহকারী ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো, কুমিল্লা জেলার দাউদকান্দির মৃত মনির হোসেনের ছেলে মোঃ আবিদ হোসেন (২৩) এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিয়ামত আলীর ছেলে আল আমীন (২৩)।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ বিটিসি নিউজকে জানান, চিনি চোরাচালানের ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.