উজিরপুরের বামরাইল-সানুহারে ৫০ একর জমিতে বোরো ধান কাটার উৎসব

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল-সানুহার হাইওয়ে মাঠে ৫০ একর সমলয় চাষাবাদের হাইব্রিড জাতের ধান ইস্পাহানী-৭ ফসলের কর্তন উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০ এপ্রিল রবিবার বিকেলে উজিরপুর উপজেলা কৃষি স¤প্রসারনের উদ্যোগে ফসল কর্তন উৎসব ও কম্বাইন হারভেষ্টর এর মাধ্যমে সল্প সময় ও কম খরচে ধান কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোসাম্মৎ মরিয়ম, উজিরপুর উপজেলা কৃষি অফিসার কপিল বিশ্বাস, উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার প্রশান্ত হাওলাদার, উপজেলা কৃষি উপ-সহকারী তোফাজ্জেল হোসেন তুহিন, শাহারিয়া সোহেল প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এক ইঞ্চি জমিও অনাবাদী থাকবেনা, সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সকল কৃষককে এগিয়ে আসার আহবান জানান তিনি।
এদিকে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ ব্যতিক্রমী ধান কাটার উৎসব অনুষ্ঠিত হওয়ায় সাধুবাদ জানিয়েছেন বামরাইল ইউনিয়নবাসী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.