উইন্ডিজ’র বিপক্ষে সিরিজে পাকিস্তান দলে নেই বর্ষীয়ান দুই ক্রিকেটার

বিটিসি স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ঢাকা টেস্ট শেষ করেই দেশে ফিরবে পাকিস্তান। ১৩ ডিসেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু হচ্ছে। খুই একটা বিশ্রামের সুযোগ নেই বাবর আজমদের।
ক্যাবিবীয়দের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য গতকাল বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাদ দেওয়া হয়েছে দুই বর্ষীয়ানসহ পাঁচ অভিজ্ঞ ক্রিকেটারকে। 
৪১ বছর বয়সি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ এ সিরিজেও দলে রাখা হয়নি।  সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখানো এই ক্রিকেটারকে বিশ্রামে রাখার কথা বলছে পিসিবি।  সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও বিশ্রামে ছিলেন হাফিজ।
৪০ ছুঁই ছুঁই শোয়েব মালিক বাংলাদেশের বিপক্ষে সম্প্রতি খেলে গেলেও হোম সিরিজে তাকে দলে রাখা হয়নি।  
বাংলাদেশের বিপক্ষে খেলা অভিজ্ঞ সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম ও হাসান আলিকেও বাদ দেওয়া হয়েছে ১৫ জনের স্কোয়াড থেকে।
সিমার মোহাম্মদ হাসনাইনকে দলে ফিরিয়েছে পিসিবি। আর ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছে ইমাম-উল হককে।
বিশ্বকাপের পর হাফিজ-মালিকের অবসরে যাওয়ার গুঞ্জন ছিল। কিন্তু তারা বলছেন এখনও অবসর নিয়ে ভাবছেন না।  তাই ক্যারিবীয়দের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ‘দুই বুড়োর’ খেলার কথা ছিল।  শেষ পর্যন্ত তাদের দলে রাখা হয়নি।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে পাকিস্তান দল ৯ ডিসেম্বর করাচি পৌঁছবে।  একদিন আইসোলেশনে থেকে তারা অনুশীলন শুরু করবে। ১৩ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবেন বাবর আজমরা।
টি-টোয়েন্টি স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির।
ওয়ানডে স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাম-উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ হাসনাইন, সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.