ঈশ্বরদীতে দিপা আত্মহত্যার ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অতঃপর থানা ঘেরাও

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীতে দিপা মৃত্যুর ৪৮ ঘন্টা পার হলেও থানা মামলা গ্রহণ না করায় আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এক ঘন্টা থানা অবরুদ্ধ করে রাখে বিক্ষোভ কারীরা।

বিক্ষিপ্ত জনতা প্রথমে বেষ্টুন হাতে করে মিছিল নিয়ে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে রায়। সেখানে  মানববন্ধন কর্মসূচি শেষ করে। তার কিছুক্ষণ পর এলাকাবাসী জোটবদ্ধ ভাবে মিছিল নিয়ে ঈশ্বরদী থানার সামনে গিয়ে অবস্থান করে।
একপর্যায়ে বিক্ষোভকারীরা থানার মুল ফটোকের গেট পার হয়ে থানা চত্বরে দিপা আত্বহত্যার সুষ্ট তদন্ত ও মামলা গ্রহন করার দাবি করে। এ সময় বিক্ষুব্ধ জনতা আলো জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী ডাক্তার শামীম ও তার ম্যানেজার আব্দুল হাকিমের বিরুদ্ধে নানা ভাষায় স্লোগান দিতে থাকে। এসময় থানা অবরুদ্ধ হয়ে পড়ে।
এদিকে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে এসময় থানার (ওসি) তদন্ত মোঃ হাদিউল ইসলাম বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে বলেন অল্প সময়ের মধ্যে আপনাদের মামলার ব্যবস্থা নেয়া হবে। এই আশ্বাসে বিক্ষোভকারীরা থানা ত্যাগ করে চলে যান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.