নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির খুলনা বিভাগীয় প্রধান সাব্বিরকে আদালতে ২০ বছর কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি: নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) খুলনা বিভাগীয় প্রধান জিয়াউর রহমান সাগর ওরফে সা‌ব্বিরকে বিস্ফোরক মামলায় ২০ বছ‌র সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই স‌ঙ্গে তা‌কে ২০ হাজার টাকা জরিমানা, অনাদা‌য়ে আরও ছয় মা‌সের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) ২০২২ ইং খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এই রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিল আসামি। সাব্বির না‌টোরের বাঘাতিপাড়া উপ‌জেলার মাইর‌খোলা এলাকার গেদু মোল্লা ওর‌ফে গেদু মি‌স্ত্রির ছে‌লে।
মামলাটির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ জানান, ২০০৫ সা‌লের ২৯ ডি‌সেম্বর রাত পৌ‌নে ১২ টার দি‌কে ‌মিয়াপাড়া হ‌তে সা‌ব্বির‌কে গ্রেফতার করে র‍্যাপিডএ্যাকশন (র‍্যাব)। পরে ব্যাপক জিজ্ঞাসাবা‌দের এক পর্যা‌য়ে সে জঙ্গিবা‌দের সাথে জ‌ড়িত ব‌লে স্বীকার ক‌রে।
এরপরে তার দেখা‌নো মতে দৌলতপুর থানার বৈরাগীপাড়ার ছাত্রাবা‌সের এক‌টি কক্ষ থেকে বিপুল প‌রিমাণ বি‌স্ফোরক দ্রব্য উদ্ধার ক‌রে র‍্যাব। ৩০ ডি‌সেম্বর রা‌তে র‍্যাবের ডিএ‌ডি ইউনুছ আলী বাদী হ‌য়ে দৌলতপুর থানায় বি‌স্ফোরক আই‌নে মামলা ক‌রেন।
পরবর্তী‌ সময়ে সাব্বির আদাল‌তে স্বীকা‌রো‌ক্তিমূলক জবানব‌ন্দি দেয়। ২০০৬ সা‌লের ১৯ জানুয়া‌রি দৌলতপুর থানার এসআই জা‌হেদুল হক সরকার তা‌কে আসা‌মি ক‌রে আদাল‌তে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন। আদালতে শুনানিকালে ১৩ জন সাক্ষ্য প্রদান ক‌রেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.