ঈশ্বরদীতে গো-খাদ্য ব্যাপক হাড়ে বৃদ্বি পেয়েছে

ক্রাইম (পাবনারিপোর্টার: ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানে গো-খাদ্য (খরের) দাম ডবল হয়েছে। ৬০ টাকার ২৫ টি আটি এখন বিক্রি হচেছ ১০০ টাকা দরে। খরের দাম দ্বিগুন হওয়ায় খামারি সহ গৃহপালিত গরুর মালিকরা পরেছে বিপাকে। হঠাৎ গো -খাদ্য বৃদ্বিতে গরুর মালিকরা গরু বিক্রি করতে বাদ্য হবে বলে অনেকেই জানান।

খর বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় বিভিন্ন মোকামে চরা মুল্যে খর ক্রয় করার ফলে তারা এ মুল্য বৃদ্বি করতে বাদ্য হয়েছে।

তাছাড়া এবছর ধানের ভরা মৌসুমে যে সমস্ত এলাকায় ধান চাষ হয়েছিল। তা যেন প্রবল বর্ষনের ফলে ধানের ক্ষতির কারনে এবছর খড় সংকট দেখা দিয়েছে। অপর দিকে কিছু ব্যাবসায়ী অনেক মুনাফার আশায় নিজেদের ইচেছ মত খর ক্রয় করে নিজেদের হেফাজতে রাখার কারনে খুচরা বিক্রেতারা যা মোকামে পাচেছ তার মুল্য অনেক বেশী দামে ক্রয় করতে হচেছ।

যার ফলে এবছর হঠাৎ খরের মুল্য দ্বিগুন হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (পাবনারিপোর্টার মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.