জেএনইউ -এর সাধারণ আন্দোলন এখনও জারি

কলকাতা প্রতিনিধি: গত মঙ্গলবার স্বাভাবিক হয়েছে জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৷ কিন্তু ছাত্র সংসদ জেএনইউএসইউয়ের পাল্টা দাবি, বর্ধিত ফি এবং হস্টেলের নতুন নিয়ম পুরোপুরি প্রত্যাহার না-হওয়া পর্যন্ত জারি থাকবে তাদের আন্দোলন ৷
নাম নথিভুক্ত না-করার অবস্থান থেকেও এখনও সরে আসেনি তারা ৷ যতক্ষণ উপাচার্যের পদ থেকে এম জগদেশ কুমার না-সরছেন, ততক্ষণ ক্যাম্পাস স্বাভাবিক হবে না বলে জানিয়েছেন, জেএনইউটিএ-র শিক্ষক সংগঠন ৷
বর্ধিত ফি প্রত্যাহারের দাবি ঘিরে যে জটিলতা তৈরী হয়েছিল, তার সমাধানসূত্র বেরিয়েছে বলে দাবি করেছেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ৷ কিন্তু ছাত্র সংসদের সহ সভাপতি সাকেত মুন বলেন, ‘‘বর্ধিত ফি-ই একমাত্র সমস্যা নয়। হোস্টেলের নতুন নিয়মবিধিতে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদের জন্যও ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার কথা বলা হয়েছে। হিটার-সহ কোনও বৈদ্যুতিন পণ্য হোস্টেলের ঘরে রাখলেও ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানার কথা বলা হয়েছে। মেসের খরচ সময়ে দিতে না-পারলে তার জন্য চড়া জরিমানা, এমনকি ঘরছাড়া করার কথাও লেখা রয়েছে। এই সমস্ত সমস্যা না-মেটা পর্যন্ত আন্দোলন জারি থাকবে।’
‘‘ফি বৃদ্ধির বিরুদ্ধে পড়ুয়াদের লড়াইয়ে আমাদের নীতিগত সমর্থন ছিলই। তার পরে ৫ জানুয়ারী ক্যাম্পাসে তাণ্ডবের পরে বদলে গিয়েছে পুরো ছবিই। যে ভাবে পড়ুয়া, এমনকি শিক্ষকদের উপরেও কর্তৃপক্ষের মদতে হামলা হয়েছে, তাতে উপাচার্য না-সরা পর্যন্ত বিশ্ববিদ্যালয় স্বাভাবিক হওয়া অসম্ভব ’’বলে জানিয়েছেন জেএনইউটিএ-র সচিব সুরজিৎ মজুমদার বলেন ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.