ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জেলহত্যা দিবস নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করেছে জামালপুর ইসলামপুরে উপজেলা আওয়ামী লীগ। দিবসের শুরুতেই সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৩ নভেম্বর জেলহত্যায় সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় জেলহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক এড আঃ সালামের সঞ্চালনায় সহ সভাপতি জামাল আব্দুন নাছের চৌধুরী চার্লেস,শাহাদত হোসেন স্বাধীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপাধক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আঃ কাদের শেখ প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক এস.এম জাহাঙ্গীর আলম, ত্রান সম্পাদক আঃ খালেক আকন্দ, তথ্য সম্পাদক খোরশেদ আলম,সহদপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর, সাধারণ সম্পাদক অংকন কর্মকার বেলগাছা চেয়ারম্যান আঃ মালেক উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আফরোজা আজাদ তানিয়া,সাধারণ সম্পাদক রাশেদা বেগম,যুব মহিলা লীগ সভাপতি আবিদা সুলতানা যুথি,সাধারণ সম্পাদক পলি আক্তার সহ সহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, যুবমহিলা লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.