ইসরাইলের ছোড়া প্রায় সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে গত শুক্রবার (০৩ সেপ্টেম্বর) রাতে ইসরাইল কমপক্ষ্যে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরাইল। রাশিয়ার সামরিক বাহিনীর দাবি, ইসরাইলি এসব ক্ষেপণাস্ত্রের ২১টি ধ্বংস করতে সক্ষম হয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী। 
সিরিয়ায় রাশিয়ার রিকনসিলেশন সেন্টারের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত শুক্রবার (০৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইসরাইলের বিমানবাহিনীর এফ-১৫ বিমান থেকে দামেস্ক শহর লক্ষ্য করে ২৪টি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
কিন্তু সিরিয়ার সামরিক বাহিনী রুশ নির্মিত বাক-এম-২ই এবং পান্তশির এস-১ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে ২১ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়।
ইসরাইলের দাবি, সিরিয়ায় হিজবুল্লাহ ও ইরানি গোয়েন্দাঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। (সূত্র: রয়টার্স)। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.