আম ও আমজাত পণ্যের বহুমুখী বাজারজাতকরনে চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণ

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বাণিজ্য মন্ত্রণালয়ের এগ্রো প্রোডাকশন বিজনেস প্রমোশন কাউন্সিলের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে আম ও আম জাতীয় মানসম্মত পণ্যের বহুমুখীকরণ ও বৈশ্বিক বাজারে রপ্তানির লক্ষ্যে প্যাকেজিংয়ের উন্নয়নে দুদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলা কৃষি হলরুমে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিন্নাত রেহানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ এগ্রো প্রসেসর’স এ্যাসোসিয়েশনের সচিব তৈমুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলামসহ অন্যরা। প্রশিক্ষণে উপজেলার ৫০ জন আমচাষী ও ব্যবসায়ী অংশ নেয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.