র‌্যাবের হাতে চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক-৩

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের হাতে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এসব অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম।
র‌্যাবের পৃথক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল ২০ জুন রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা বিআরটিসি বাস কাউন্টারের ষ্টাফ কোয়ার্টারের সামনে হতে ৪৯০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী জেলার শিবগঞ্জ উপজেলার গোপাল নগর হুদমা গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ নয়ন আলী (২০)কে হাতেনাতে গ্রেফতার করে।
এছাড়া পৃথক অভিযানে র‌্যাব-৫ এর একটি অপারেশন দল ২১ জুন রাত সাড়ে ৩ টার দিকে জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ১৪৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের মোঃ গাজলু রহমানের ছেলে মোঃ আঃ রাজ্জাক কোরায়শী (২০) কে হাতেনাতে গ্রেফতার করে।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২০ জুন রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বারোঘরিয়া বাজার এলাকায় সোনামসজিদ গামী পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০২ বোতল ফেন্সিডিলসহ বারোঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মোঃ মোয়াজ্জেম এর ছেলে মোঃ রবিউল আওয়াল (৩৫) কে হাতেনাতে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পৃথক ঘটনায় পৃথকভাবে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.