আমেরিকার ধ্বংস চেয়ে উত্তাল ইরান’র পার্লামেন্ট

(আমেরিকার ধ্বংস চেয়ে উত্তাল ইরান’র পার্লামেন্ট–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার ধ্বংস চেয়ে উত্তাল হয়ে উঠেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ। আজ সোমবার (০২ নভেম্বর) ‘আমেরিকা ধ্বংস হোক’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে দেশটির পার্লামেন্ট। এসময় মার্কিন সাম্রাজ্যবাদী নীতির প্রতি ঘৃণা প্রকাশ করেন ইরানের সাংসদরা।

পার্সটুডে জানায়, আগামীকাল মঙ্গলবার (০৩ নভেম্বর) ইরানের সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস পালিত হয়েছে। এর একদিন আগে মার্কিন সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ইরানের সাংসদরা।

ইরান পার্লামেন্টের ডেপুটি স্পিকার আমির হোসেন কাজিযাদেহ হাশেমি বলেন, ইসলামী ইরানের সঙ্গে সাম্রাজ্যবাদী আমেরিকার শত্রুতা ও বিদ্বেষের নীতিতে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট বা রিপাবলিকান যেই জয় লাভ করুক তাতে মৌলিক কোনো পার্থক্য আসবে না।

তিনি আরও বলেন, বিভিন্ন জাতি বিশেষকরে ইরানি জাতির বিরুদ্ধে আমেরিকা যে নীতি অনুসরণ করছে তাতে মৌলিক কোনো পরিবর্তন আসবে না। এটা ইরানিরা এটা ভালো করেই জানে।

জানা যায়, ১৯৭৯ সালের ফার্সি ১৩ অবন (০৩ নভেম্বর) তেহরানে অবস্থিত তৎকালীন মার্কিন দূতাবাস দখলে নিয়েছিল ইরানের বিশ্ববিদ্যালয়ের একদল বিপ্লবী ছাত্র। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.