আমার বাবার লাশ পাওয়া যায় নি : বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রচারনায় অনেকেই তাদের বাবার কবর জিয়ারত করে গণসংযোগ শুরু করে কিন্তু আমার ভাগ্যে সেটা হয় নি, কারণ আমার বাবার লাশ পাওয়া যায় নি: বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
আগামী (১৭ অক্টোবর) আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে জয়যুক্ত করার লক্ষে আজ শনিবার দুপুর ১টায় তাঁর উপস্থিতিতে কাটাখালী পৌরসভা কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে ফুলেল শুভেচ্ছা জানান কাটাখালি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত সহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
সভায় মতিবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাটাখালী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত। প্রধান অতিথির বক্তৃতা রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু। আরো বক্তব্য রাখেন কাটাখালীর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক।
এরপর বিকাল ৪টায় তাহেরপুর পৌরসভা কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে জয়যুক্ত করার লক্ষে তাঁর উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি তাহেরপুর পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর রহমান মৃধা।
মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে মনোনয়ন দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর অনুসারীদের সম্মানিত করেছেন এজন্য আমি রাজশাহীবাসীর পক্ষ থেকে নেত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বক্তব্যে এক পর্যায়ে তিনি আবেগপ্রবন হয়ে বলেন, নির্বাচনে প্রচারণার পূর্বে অনেকের মতো আমার বাবার কবর জিয়ারত করে গণসংযোগ করার জন্য ইচ্ছা ছিলো কিন্তু আমার সে সৌভাগ্য হয়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.