বাগেরহাটে গণমাধ্যম কর্মীদের সাথে সিভিল সার্জনের মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধি: হাম রুবেলা টিকাদান কর্মসূচি সফল ভাবে বাস্তবায়নের লক্ষে বাগেরহাটে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে জেলা সিভিল সার্জন।

আজ মঙ্গলবার সকালে বাগেরহাট সিভিল সার্জন ডাঃ হুমাউন কবিরের সভাপতিত্বে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হাম রুবেলা বিষয়ে মূল প্রবন্দ ইপস্থাপন করেন ডব্লু এইচ ও ডাঃ ফারুক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডাঃ প্রদিপকুমার বকসি,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট এমডি মোজাফ্ফর হোসেন, সাংবাদিক অধ্যাপক এবি এম মোশারেফ হোসেন, আহসানুল করিমসহ আরোর অনেকে ।

আগামী ১৮ মার্চ থেকে এই কার্যক্রম শুরু হয়ে চলবে ২৪ মার্চ পর্যন্ত। ৯মাস থেকে ১০ বছর বয়সের ৩লক্ষ ২৭হাজার শিশু এই টিকাদান কর্মসূচির আওতায় পড়বে। জেলার প্রথম থেকে চতুর্থ শ্রেনীতে অধ্যায়নরত ১হাজার ৮শত ২৫টি স্কুলের সকল শিক্ষার্থীকে এই টিকা প্রদান করা হবে।

এছাড়া জেলার গুরত্বপূর্ন স্থানে ভ্রাম্যমান টিকাদান কেন্দ্রসহ দূর্গম এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা কর্মীরা টিকা প্রদান করবেন। ৫ হাজার ৯শ ২৫ জন সেচ্ছাসেবক ও ৩হাজার ৯’শ ৫০জন টিকাদানকারী এই কর্মসূচিতে অংশ নিবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.