আদমদীঘি উপজেলা পরিষদের সামনে কাদাপনিতে সয়লাব (ভিডিও)

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলা পরিষদের মেইন গেটের সামনে আধা কিলোমিটার রাস্তাা সংস্কার না করায় বড়বড় গর্ত সৃষ্ঠি হয়ে সামান্য বৃষ্টিপাতে কাদাপানিকে একাকার হয়ে যানবাহন ও জনসাধারণের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় যানবাহন বিকল ও দুর্ঘটনা ঘটছে।
জরুরি রোগি বহন ও গর্তবতি নারীদের বহনে ঝুঁকিতে পড়ছেন মানুষ। এই রাস্তাটি জরুরি ভাবে মেরামত করার দাবী এলাকাবাসির। এছাড়া ওই স্থান টুকুতে গর্ত ও কাদা পানিতে সয়লাব হওয়্য়া প্রতিদিন ব্যাপক যানজট লেগেই থাকছে।
সড়ক ও জনপথ বিভাগ সুত্রে বলা হয়, নাভানা প্রতিষ্ঠান সড়কটি নির্মান শুরু করলেও তারা কাজ সম্পন্ন না করে ফেলে রেখে যায়। নতুন করে দরপত্র গ্রহন ও নতুন ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করতে কিছু বিলম্ব হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.