কালীগঞ্জে যুব নারীদের সেলাই মেশিন বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে এডিপির অর্থায়নে ও উপজেলা পরিষদের উদ্যোগে বেকার,যুব, দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (৩০ জুন) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মদ নাজনীন রহমান জানায়, এ বছর এডিপির বরাদ্দ থেকে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ২৯ জন বেকার,যুব,দরিদ্র নারীদের মধ্যে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বর্তমানে দিনমজুর থেকে প্রযুক্তি সর্বক্ষেত্রেই এগিয়ে নারীরা। বেকার,যুব নারীরা যেন কর্মক্ষেত্রে পিছিয়ে না পরে সেজন্য এই উদ্যোগ। এই মেশিন চালিয়ে তারা যেন ভালো উপার্জন করতে পারে সে দিন বিবেচনা করে এবার এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।’
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মান্নান বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, নারীরা যাতে আর্থিক ভাবে স্বাবলম্বী হতে পারে সেজন্য সজাগ দৃষ্টি দিয়েছে সরকার।’ এরই ধারাবাহিকতায় এবছর উপজেলার ২৯ জন যুব নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.