আদমদীঘিতে বন্যা আশ্রয় কেন্দ্রের ছাদ ঢালায় কাজের উদ্বোধন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধিনে বন্যা প্রবন ও নদী ভাঙ্গন এলাকায় বগুড়ার আদমদীঘি উপজেলার কদমা উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে বন্যা আশ্রয় তৃতীয় প্রকল্প আওতায় নির্মানাধীন ৩য় তলার ছাদ ঢালায় কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারী) সকালে ছাদ ঢালায় কাজের উদ্বোধন করেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন। এসময় উপস্থিত ছিলেন বন্যা আশ্রয় কেন্দ্র প্রকল্পের উপ সহকারি প্রকৌশলী দৌলতুজ্জামান, ইউপি সদস্য শহিদুল ইসলাম, কদমা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধিনে ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ২০২০ সালের ২১ নভেম্বর এই ভকন নির্মান কাজ শুরু করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.